১৪নং দুধসর ইউনিয়ন পরিষদের কার্যবলী:
1) জনপথ ও রাস্তা নির্মাণ ও সংরক্ষণ করা।
2) জনগণের ব্যবহারের জন্য নির্ধারিত স্থান, মাঠ উদ্যান ও খেলাধুলার জন্য স্থানের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করা।
3) পথ, রাস্তা ও জনগণের ব্যবহৃত স্থানে আলোর ব্যবস্থা করা।
4) সামগ্রিকভাবে বৃক্ষরোপন ও সংরক্ষণ এবং বিশেষভাবে জনগণের ব্যবহৃত পথ ও রাস্তার পাশে বৃক্ষরোপন ও সংরক্ষণ করা।
5) করবস্থান, শ্মশানঘাট, জনসম্পত্তি ও ব্যবস্থাপনা ও সংরক্ষণ করা।
6) ভ্রমণকারীদের জন্য বাসস্থান ও থাকার ব্যবস্থা ও সংরক্ষণ করা।
7) জনগণের ব্যবহৃত পথ, রাস্তা, নির্ধারিত স্থানে অনধিকারে প্রবেশ বন্ধ করা।
8) জনগণের ব্যবহৃত পথ, রাস্তা, নির্ধারিত রাস্তা ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করা।
9) বিপদজনক ও ক্ষতিসাধক ব্যবসা নিয়ন্ত্রন করা।
10) জীবজন্তুর মৃতদেহ অপসারণ করা।
11) পশু জবাই নিয়ন্ত্রণ করা।
12) দালানকোঠা নির্মাণ ও পুনঃ নির্মাণ নিয়ন্ত্রণ করা।
13) বিপদজনক দালানকোঠা ও কাঠামো নিয়ন্ত্রণ করা।
14) পানীয় জলের জন্য কূপ, পানির পাম্প, পুকুর এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ ও রক্ষণাবেক্ষন করা।
15) পানীয় জলের উৎস যাতে দুষিত না হয় তার জন্য পদক্ষেপ নেয়া।
16) জনগণের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোন কূপ, পুকুর বা অন্য কোন পানীয় উৎসের ব্যবহার বন্ধ করা।
17) জনগণের জন্য ব্যবহৃত কূপ, পুকুর ও অন্যান্য উৎসে পশু ধোয়ানো বন্ধ করা।
18) পুকুর বা জল সরবরাহের উৎসে পাট, শন, দড়ি ডুবানোর ব্যবহার বন্ধ করা।
19) আবাসিক এলাকায় কাপড় রং করা বা চামড়া পরিস্কার বন্ধ করা।
20) আবাসিক এলাকায় মাটি খোড়া বা পাথর কাটা বন্ধ করা।
21) আবাসিক এলাকায় ইটখোলা, মৃৎশিল্প বা অন্যান্য চুল্লি ব্যবহার নিষিদ্ধ করা।
22) গরু, ছাগল ও অন্যান্য পশু বিক্রয়ের জন্য স্বেচ্ছামূলক রেজিষ্ট্রি গ্রহণ করা।
23) মেলা ও প্রদর্শনীর ব্যবস্থা করা।
24) জাতীয় উৎসব পালন করা।
25) প্রাকৃতিক দূর্যোগ যেমন আগুন, বন্যা, ঝড়বৃষ্টি, ভূমিকম্পের জন্য ত্রাণ ব্যবস্থা করা।
26) বিধবা, অনাথ, গরীব ও দুঃস্থদের জন্য ত্রাণের ব্যবস্থা করা।
27) জনসাধারণের জন্য খেলাধুলা ও ক্রীড়ার উন্নতি সাধন করা।
28) কৃষি, শিল্প, কমিউনিটি উন্নয়ন ও সমবায় সমিতির উন্নতি সাধন, কুটির শিল্প, বন, পশু সম্পদ ও মৎস্য সম্পদের উন্নতি সাধন করা।
29) খাদ্য উৎপাদনের জন্য পদক্ষেপ গ্রহণ করা।
30) পরিবেশের উন্নতি সাধন করা।
31) খোয়াড় ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করা।
32) প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা।
33) গ্রন্থগার ও পাঠাগারের ব্যবস্থা করা।
34) ইউনিয়ন পরিষদের কাজের সঙ্গে সংগতিমূলক অন্যান্য উন্নয়নমূলক প্রতিষ্ঠানের সাথে সহযোগীতা করা।
35) উপজেলা পরিষদের পরিচালনায় ব্যবস্থিত শিক্ষাক্ষেত্রে সহযোগীতা করা।
36) অধিবাসীদের সুবিধার্থে কল্যাণমূলক কাজ, স্বাস্থ্য ও নিরাপত্তার পদক্ষেপ নেয়।
বিভিন্ন সমস্যার সমাধান, গ্রাম আদালত, শালিশ উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, সরকারের পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন, বিভিন্ন সেবা প্রদান, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদসহ বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদান, নিরাপদ পানি সরবরাহ, শিক্ষা কার্যক্রম পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা, রাস্তাঘাট, পুল-কালভার্ট নির্মাণ ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস